মাঝে মাঝে ইচ্ছে করে অন্য কোথাও চলে যাই,
দূ-র গগনের ঠিকানা কিংবা একটা -প্লাটফর্ম উদাস হয়ে ধাঁই।
কখনো বা স্বার্থপর দুনিয়া ছেড়ে হারিয়ে যাই গহীন বনে
অথবা কুল কিনারা হীন অথোই কোনো সমুদ্র সনে
যেটুকু যা কিছু পেয়েছি ওতেই মনের শান্তি পরিতৃপ্তী
যা হারানোর তা হারিয়ে গেছে, এখানেই তো জীবনের পরিশুধ্যি
আর কিইবা আছে বাকি! সব হারিয়েও কি পেয়েছি ইনাম?
না! পেয়েছি শুধু অশ্রু বিসর্জনে স্বপ্ন ভাঙা ভালবাসার পরিণাম
এই যে সব পেয়েছির কষ্ট ভুলে- মন কেমনের হা-হুতাশ
যেন করোনা ভাইরাসের মত বিপজ্জনক , আর কাকে দেব আশ্বাস!