হাঁটু গেড়ে বসে আছি প্রনত নিশ্চুপ নয়নে
নগ্ন পায়ের আলতায় আর নেইল পলিশে
নিবদ্ধ আমি


এক টুকরো মেঘের আচ্ছন্নে বিবশ খেয়ালে
শরতের উদোম প্রভাতি সূর্যের কোমল স্পর্শে
উন্মনা তুমি


সুবাসিত রাতের জলসায় কে নাচে
অন্ধকার তারার রূপালী আগুনে?
প্রেমের ভরা যৌবনে গান গায় কে
গাঙ্গেয় একতারার গর্ভচ্যুত কন্ঠে?


বেখেয়ালী জীবন খেমটায়
কেউ কারো নয়, সবি হারিয়ে যায়!


©মাহতাব বাঙ্গালী
নভেম্বর ২২, ২০২৩
চট্টগ্রাম