এখনো কি তুমি গান বেঁধে যাও গুণী?
এখনো কি তবে মেটেনি তোমার সাধ
অবাক হয়ে শোনার পালা শেষ
নিজেকেই আজ তুলতে হবে নাদ।
তন্ত্র আজকে বিশ্বাস নিয়ে খেলে
যন্ত্রের ন্যায় অমানুষিকতা ছড়ায়
আমরা শুধু মেখে টেখে কাদামাটি
অংশ নিয়েছি এসবের স্তুতি পড়ায়।
কেটে ফেলার রাস্তা জেনেছে ওরা
চাপা দেওয়ার খেলায় প্রেমটা বেশ
দখল শক্তি নিয়ে বাঁচা লোকগুলো
ভাবে বুঝি নিয়ে পালাবেই আজ দেশ।
দারুন হচ্ছে সবদিকে আর কি
এই তো কদিন আমরা আর ওরা আছি
অস্ত্র গোড়ায় কতই সে জোর আছে
ফেললে বোমাও পালায় না মৌমাছি।।


------------------------------------
বেলুড় মঠ
১৮।০৫।২০১৮(ই)