সূর্য ওঠে সূর্য নামে ইচ্ছেমতো
আঁধার নামে
কিরণছটার বালক সকল
পালিয়ে গেছে নিজের গ্রামে।


তুর্য্য ভেরি নামলো পলাশ ফুলের মাঝে
ঠিক তখনই
আমি ছিলাম স্থানান্তরে
জানি তোমরা কেউ দেখোনি।


পায়ে পায়ে ভরলো জমিন
ভাঙলো আকাশ ছুচের ঘায়ে
গন্ধ বেজায় অগ্নিফলের
বুক চেপেছে মেয়ের মায়ের
চোখ ফেটেছে বাবার শুধুই
ছেলের শরীর ভিজিয়ে দিয়ে
আসছে এখন রাজার তলব
সই পত্তর লিখিয়ে নিয়ে।


কেউ বলেছে মাওবাদী সব কেউ বলেছে
মৌলবাদী
দিলাম না হয় আর খানেক শিরোনামের
নামটা বাদ ই
আমি শুধু এটাই জানি সূর্য ছাড়ার
এমন ক্ষনে
অন্ধকারের রাজ্যে শুধুই
আলোয় মোড়া খুনিই চলে
রক্ত ভরে কান্না গড়ে
রহস্যেরই অরাজকতা
আমি শুধুই পোস্টকার্ড তার
অশ্রুজলে হাস্যনতা
----–------------------------------------
২৭.০৬.২০১৭
হাওড়া