মাটির কথা কি আর বলি তোমায় এখন,
আমি কি আর তাঁরই মতো বলতে পারি।
তাঁরই মতো মাটির কথার সঙ্গ নিয়ে
আমি কি আর মাটির উপর চলতে পারি।
ছিল সে যে এক চিলতে মাটির আকাশ
বড্ড সাধের দণ্ড খানেক শান্তির শ্বাস,
যে শান্তিটা আজ দরকার বুকের মাঝে,
যে শান্তিটা তাঁরই গানের কথায় বাজে।
ছিল সে যে সত্যি একটা স্বপ্নকাঠি,
ছোঁয়ায় যার ছিটিয়ে দিত হৃদয় মাটি,
মাটির হৃদয়, হৃদয় মাটির স্পর্শে আবার
প্রচেষ্টা তো করছিল তার শিকড় পাওয়ার।
নমো নমো নমো সুন্দরি হে জননী তোমার
আশীর্লোকে আজকে সে যে অমর কুমার।
কথায় গানে সুরের টানে আজ নেই সে
ভাবছো হয়তো খুঁজতে শিকড় হারিয়ে গেছে,
হারায়নি সে, জড়িয়ে শুধু মাটির আশা,
ধরতে গেছে শান্তি মাটির ভালোবাসা।।


--------------------------------------
বাংলা সংস্কৃতি ও সঙ্গীতের গবেষক শিল্পী শ্রী কালিকাপ্রসাদের স্মৃতিতে, যার অকাল মৃত্যু বঙ্গের এক অপূরণীয় ক্ষতি।
০৪।০৪।২০১৮(ই)
হাওড়া