খ্রিস্টাব্দ চাপা ইতিহাস আজ ভবিষ্যতের গায়
রঙের বর্ষা, রঙ্গ ভরসা সবই মিশিয়ে যায়।
দিব্যতাকে খুঁজে সবাই নগ্ন হয়ে,
ভগ্ন জীবন লগ্ন আজকে খুশির দোঁহে।
এমন সময়ে সময় রাজা অন্য প্রজায়,
মমতাময়ী নিষ্ঠুরতায় পুরো কর চায়।
প্রজার মুখপাত্র মানুষ কণ্ঠ ছাড়ে-
রাজপাটখান প্রজার ঘুড়িই কাটতে পারে।
সময় জানায় দিনের খাতায় এই তো রকম
পায়ের তলায় মূর্খ করতে পৃথিবী জখম,
এগিয়ে চলে মিথ্যে মোহের ভ্রান্ত হিয়া
সময় শুধুই ধ্বংস নাচায় বল পরখিয়া।
এই ভাবে সাজে বিশ্বনেশার অতুল স্বরূপ
গগনও সাক্ষী সময়মুকুট কত অপরূপ।
মিশে গেছে ছোট গতিহারা সব ব্যাপ্ত হৃদয়,
নিরাকার আর আকার দিশার দিকে দেয় জয়।
অন্তঃকরণ চিন্তিত হলে এসব তত্ত্বে
বিকিয়ে গেছে বুদ্ধিবিবেককার্য সত্বে।
আমিই বাঁচ্ছি জীবন লিপির ইতিহাস ঘরে,
মাথা খুঁটে মরি গাল ভরা এই অহমের জ্বরে।
অত্যুচ্চের তুচ্ছ সংলাপের চাপে
মনে হচ্ছে মরে যাবে কালঋষির শাপে।
অতীতের পোড়া গন্ধ কুসুম বিরাট ভবে,
আজকে নাকি ভবিষ্যতের বুকে বড় হবে।।
---------------------------------------
০১।০১।২০১৮(ই)
হাওড়া
Wish to you a very
Happy New 2018th Gregrian Year In this beautiful 'Creation',To All the children of immortal bliss...