অধীনতার সঙ্গে যদি শয়ন করি ,
মনের সাথে মুখের কথার মৃত্যু গড়ি ।
তোমার হাতের ছাপের মাঝে বিলাস-মহল,
আমার হাতে লাইন মাপা ছোট্ট-কুঁড়ি।
বিশ্বাস তার চাকায় ছিল গল্প গাঁথা ,
আজকে শুধু তার নীচেতে আমার মাথা।
কাজ করেছি অন্য লোকের সুখের পথে ,
স্বপ্ন দেখি ছরব কবে  অরুন রথে।
মুখের ব্রণ-এ ভোজরাজার ই গল্প শোনাই ,
পিপুল পাতার সঙ্গী আছে সেই জোছনাই।
কট্টরতার তুহিন মাখা স্তব্ধ শ্বাসে ,
ভূস্বর্গ চায় আবার বসতে হালকা ঘাসে
আমিও জানি আবার বলবো মুকুটমনি;
বলয় ঘুচবে
ক্লান্তি মুছবে
কাঁদবে শনি.........।।


০৯।১৬(ই)
বেলুড় মঠ