সেই মানুষের সাথেই আমার আপত্তিটা
মিথ্যা কিছু রং -এর ছেটায় ভরেই গাটা
গল্পসাঁঝে অল্প ক্ষণের বিশুদ্ধতায়
আসলে পরে দেহের ভাঁজে রক্ত ছেটায়
দশটা মাথা এক কে করে খসলে পরে
সীতাহারা রামলক্ষ্মণ বেশটা ধরে


সেই গল্পের সাথেই আমার আপত্তিটা
গল্প পড়ে ছুঁইনা যেটায় স্বপ্নকাঁটা
বিশাল কিছু ভাবনা পাহাড় নুড়ির মতো
ছড়িয়ে থাকে হাততালিতে
ইচ্ছেমতো


সেই রাতটার সাথেই আমার আপত্তিটা
যেই রাতেতে আমার চোখে ওই চাঁদটা
জোছনা মেশায় একটুখানি সভ্যতারই
তারপরেতে মেঘের কোণেই বলে আড়ি


সেই খেলাটার সাথেই আমার আপত্তিটা
যেই খানেতে তাড়িয়ে বেড়ায় স্কোরের খাতা
বোষ্টমীরই তিলক মেখে সাড়া দেহে
বিশ্বপানে তাকিয়ে বলি -"তোমরা কে হে"


সেই বিধাতার সাথেই আমার আপত্তিটা
নিয়ে যিনি রত্নভরা লাঠিসোঁটা
পাঁচটা বাণীর মাঝে লুকান অষ্পস্টতা
অশ্রু-ভশ্ম ছড়িয়ে বলেন
আমি তো আছি যথা তথা।।


২৮।১০।২০১৬(ই)
বেলুড় মঠ