ঐ কালো সে রুপমাঝে যতো কালো ঢেকেছে
হৃদয়ের কন্দরে যতো স্নেহ রেখেছে
মহিমার আভা সুখে দেখো চোখে মুখে
খড়গের খলতা খলাসুরে রুখেছে


মন সে যে অবিরাম ভাবে দেখে সেই রূপ
কাছে গিয়ে কী মায়ায় করে শুধু থাকে চুপ
সে মায়াময়ী বিলাসে,
রক্তেতে নেয়েছে


ছিন্নাঙ্গ অলংকারে ভরা দেহ কি শোভন
পাপীরে সে দেয় আলো ধনী হয় নির্ধন
মহাকালে যেইজন
কালী নাম চেখেছে


বিশাল ঊগ্ররূপ
জগৎ- প্রণম্য
বিরচিত বিচারের যুক্তি- অগম্য
জিহ্বার ছলনায় যম অচল থেকেছে


অঞ্জলী দাও মন-কালিমার
ত্যাগেতে
মন আজ মিশে যাক নির্মল রাগেতে
সাধে কি আদিদেব ধূলি পা-র মেখেছে।।

(গীতি কাব্য/ ভৈরবী)
৩০।১০।২০১৬ (ই)
হাওড়া