অলস ঘুমের বেলা
সূর্যির মেঘ খেলা
ঘনালে সন্ধ্যা বেলা
বায়ুকাঁটা বয়।


তাই তো তোমার সাথে
রসিদের অভিঘাতে
রজনীর শেষপ্রাতে
চলে যেতে হয়।


আমিও তো চাই না
ফিরে যেতে চাই না
গান গাই না, তবু
জল পরে রয়।


গোলাপের কথাগুলো
আজ কবরেই শুলো
জ্বলবে না ঘরে চুলো
বাতি পরে রয়।


কি হবে সে বাতি বলো
দেখে, না কেহ যার আলো
চিরিয়া পরান তল -ও
কেঁদে শেষ হয়।


অলস্ গন্ধ বেলা
কবির মনের খেলা
কলমে ছন্দ চালা
ওষুধ বাঁচায়।।

২৮।১০।২০১৬(ই)
বেলুড় মঠ