তুমি সুন্দর , তুমি সুন্দর , তুমি সুন্দর , তুমি সুন্দর .......
তুমি রত্নশোভিতামন্দ্রিনী ,
তুমি হৃদয়বিজয়ানন্দিনী,
তুমি কপোল-উপলছন্দা,
তব অলোকরহিতমন্দ্রা ,
তব লক্ষ্য-চপল আঁখি ,
তুমি অন্তরসুখপাখি ,
মম মনবাগমধুপায়ী ,
মম চেতনাহরণকায়ী ,
মম অশ্লেষঅনুপমা ,
মম নয়নবয়নরমা ,
সব বিগান ভুলিয়া আজি ,
এসো প্রিয়া তুমি-আমি সাজি ,
মাগি পদপঙ্কজ তব ,
শুধু বিসারিত হয়ে রব।
তুমি সুন্দর , তুমি সুন্দর , তুমি সুন্দর , তুমি সুন্দর ......।।


{জিহবা-অনুশীলক্ (Tung-twister) হিসাবে রবীন্দ্রনাথের, বাল্মীকি প্রতিভা-র "নমো যন্ত্র" অংশের অনুসরণে লিখিত।}
২০১৫ (খ্রী)
হাওড়া ।