আজ ঠাকুরের ধূপ জ্বলেনি দিয়াসলাইয়ের
                                          অভাবে
মনের ধূপ তো জ্বালাই ছিলো প্রথম থেকে
                                          সেই ভাবে ।।
রামের কাছে মা
করল ছলনা
অষ্টশত থেকে একটি পদ্ম নিলেন প্রভাবে
আবার তাই না দেখে পদ্মলোচন ,যেই না চোখ খোয়াবে
মা আটকায়ে তারে বলেন -আশা সব  পূর্ণ হবে।
আমাদের ঠাকুরের ধূপ জ্বলেনি দিয়াসলাইয়ের
                                          অভাবে ।।
মন খুলে নিয়ে নেনা
আছে ধূপ গড়া সোনা
সেই মনের ধূপে করব পুজা মাত্বে জগত সৌরভে
আর উপাচারের মিথ্যা ভরং ধারব না গো এইভাবে
আর মনের ধূপে করলে পুজা সে' যে অহং নাবাবে।
আমাদের ঠাকুরের ধূপ জ্বলেনি দিয়াসলাইয়ের
                                          অভাবে।।
(গীতি কাব্য/মিশ্র খাম্বাজ্ , একতাল)
১০।২০১৬
বেলুড় মঠ