বছর ১৮ বয়সটা কম নয়
১৮ খানা ১২ মাসের কোটা
করে ফেলেই ভাল করে জয়
খুলছে এবার বাঁধা পাখীর খোঁটা,


রক্তে এখন গ্রীষ্ম ছড়াছড়ি
শক্তি পেলেই সবটা হবে জানা
মুখের কথায় মুখের কাড়াকাড়ি
১৮ বছর বুঝছে ১৬ আনা,


রজনীগন্ধা গোলাপ রং-এ রেঙে
শিশির ক'টার মুল্য গায়ে ভরে
নিরাশার সব দেওয়াল গুলো ভেঙ্গে
প্রদীপ ভরা উঠোন দিচ্ছে গড়ে,


ঝড়ের সময়ে সতর্কতা ছাড়াই
ঝড়ের চেয়ে অঝোর ধারা নামে
কখনো বা চেচিঁয়ে বলে হা- রাই
ঠগের ভূমি কেনে সঠিক দামে,


এখন শুধু হৃদয়ে আছে তায়ে
ইমন রাগের ভীষণ হয়রানি
হারতে গিয়েও হার না খুঁজে পায়
বোঝার বোঝায় দিয়েছে ঢেলে পানি


সুর্যিটাও বদলে হল শুণ্য
অমাবস্যায় যৌবন জ্যোত্স্নাতে
মাথায় নেই খেয়াল পাপ কি পুণ্য
মাতায় পেলে একটুকু ক্ষণ হাতে,


তবুও এখন আলো ফোঁটার আগেই
বিশ্বমাখা কালোর কালি-কলম
কানটা কেটে নিয়ে গেলো কাগেই
লাগাই এখন শুকিয়ে যাওয়া মলম,


হ্যোয়াটস্ এপের দামি নেটের মাঝে
আলোর কণাও বন্দি হয়েছে আজ
তাই,
ড্রাফ্ট বাক্সে বন্ধ করে রাখি
যৌবন-এরই মরকতের তাজ।।


০৩।১১।২০১৬
বেলূড় মঠ, হাওড়া