নীরবের সখা আমি
নীরবেই বাঁচি
সব কিছু ভালোভেবে
আসি যদি, কাছাকাছি
দেখি দশের শুন্য আমি
তুমিই সে এক
বলো শুধু -একবার ভালোবেসে দেখ্


রয়ে যাই কান্নার বিরামের ঘরে
ভেবে রই যদি প্রেম ঘিরে এসে,
ধরে
আবার যে
শিশাবাস বিষভরে নিয়ে
হৃদইয়ের দরজায়
একটু ছিটিয়ে
চলে আসি বিছানার ধারের সে ,ভবে
জানি প্রেম এলে সব বাকি পড়ে রবে
নীরব্তা ভালো তাই ঋণ তার নাই
তাই শুধু মনে মনে কান্না ছড়াই।।

১১।১১।২০১৬
বেলুড় মঠ