পাঁচটা ফোঁটা দেখে তোমার
দশটা লাইন যদিই এখন লিখেই ফেলি-
পাতার ফাঁকের মুক্তো গুলো
না দেখিয়ে, বস্তা খানেক কুড়িয়ে ফেলি  ।
আমার সাথে রাগ করে কি
কড়ে আঙ্গুল তুলবে ধরে
ঘাসের পাতায় নাস্তা-পাণি
দেবে নাকি দুহাত ভরে ।
তাহলে তো ধরছি খাতা
ধুইয়ে কালি সৃষ্টি মেটাও
হৃদয়আলোর ঢেউয়ের স্ফুরন
হলে পরে আলতো ছেটাও ।
উপন্যাসের পাতায় যখন
আবার তুমি নায়িকা হবে
পুঁতব আমি প্রানের তরু
স্নেহের মাটির স্বপ্ন-টবে।।