আজ চাওয়া পাওয়া
শিকেয় তুলে অন্য নেশাই ধরেছে আমায়
হলুদ গন্ধে মনমরা রং লেগেছে জামায়


দুরুদুরু বুক বসন্ত যদি
এক পলকে
পথে যেতে যেতে চলে আসে
আমায়ে সামলাবে কে


হাতের মুঠোয় কাঠ কয়লার আস্বাদেতে
মনের মধ্যে মিশে থাকা মেঘ
চায় পালাতে


আমি আর তাই ভাবি না কোনো
ব্যাখ্যা ভারি
চোখের দেখার রূপকথাতে
মস্ত দাঁড়ি।


বাজুক বাঁশি
সত্য রাশি পড়ুক ঝরে
হৃদয়ে বদ্ধ শিরাদাঁড়া টাও
উঠুক নড়ে
১০০ খানা গঙ্গা-ঢেউয়ে
কি আসে যায়
মহাপ্রলয় যদি এখুনি
বিষাণ বাজায়।।