নিরিখিয়া মন আসিয়া কখন,
বুঝাইলে তুমিএসে,
জগত-জীবন-মরণ কেমন
আমাকেই ভালোবেসে


রাশি রাশি দেয় প্রতিকূলক্ষণ
নেমে আসে দ্বীপে আধাঁর যখন
দেখিয়া ভীত হয় মোর মন ,
তবু যদি নাহি ভেবে
তোমার দেখানো পথেই চলি
তোমাকেই ভালোবেসে
ঝড় -ঢেউ- স্রোত আসুক যতই-
আমি চলি পথ আমার মতোই;
আশিষ তোমার বসাও মাথায়
করি আমি মাথা নত ।
সবারে তুমি বুঝিয়েছ আজি
মহিমা তোমার কত !


সাহায্য দিলে নিজেরে নিজে বিপদ সময় আগে
তোমার দীপ্তি আশিষ লয়ে এসে পড়ে তার আগে।।


০৯।২০১৬
বেলুড়্ মঠ