আমি এই জগতের কবি
বিশাল এ জগতে বিধাতার বাণী
দিয়ে এঁকে যাই ছবি
আমি ভাবে ভরি না এ মন
মেঘে, ভাসি নাও কিছুক্ষণ
আমি যা দেখি আমার ক্ষুদ্র চোখেতে
তা-ই
লিখতেই ভালোবাসি
আমি চিন্তা করি না অতো
আঁকি আঁকিবুঁকি পারি যত


সারা পৃথিবীতে কিরণ ছড়াক
আমার মর্ম-রবি ।


আজ ১৮ ডানার সাথে
তারা ঝরা শেষ রাতে
পুড়িয়ে স্মৃতির ময়লা
দিলাম সৃষ্টির কোলে হবি
তাই আজ আমি পুণঃ
বলছি তা সব শুনো
আদেশে তাহার যদি
পার করি থর অথবা তা গোবি


বলবে আবার চিরন্তনই
সত্যিই তুমি কবি!
মানব-আনব-জানব
শুধুই
জীবনের নাম অভীঃ।


আমি এই জগতের কবি
বিশাল এ জগতে বিধাতার বাণী
দিয়ে এঁকে যাই ছবি ।।


০২।১২।২০১৬,ই। (আমার জন্মদিবস)
বেলুড় মঠ