আমার সাদা চাদরের ভাঁজের উষরতা
সময় নিলো চুরি করে কখন
সরল পথের সময় এখন তাই
গায়ে মেখে ছোটে ক্ষনের থেকে ক্ষন
শীতের চাদর বড়োই আরাম দিয়ে
হাওয়ার সাথে যুঝছে একা একা
সময় তখন জীবন নামের পালায়
মানুষ বোনা মাঠে বানায় রেখা
সেই রেখাতেই প্রানের রঙ-এর বাষ্পে
১৬ কলা পূর্ণ করে বুঝে
পরে দানের কিতকিতেরই খেলায়
সময় বালক মুখটা দিয়েছে গুঁজে
আমরাও তাই সেই গল্পেতে মেতে
নতুন সংস্করণ-নায়ক হব
আঁচড় কেটে আবার দিনে দিনে
চাদর ঢাকার সময়ে ফিরে যাব।।


শুভ গ্রেগ্ নববর্ষ
০২।০১।২০১৭ (ই)
বেলুড় মঠ