তোর নামে মা পুঁতেছি খুঁটি
হৃদয় নামক জমকটাতে
দেখিস মা তুই শক্ত থাকে
কলুষ পঙ্ক পরে না যাতে।
তোরই তোরে ভাবছি আজি
খুঁটির গায়ে কাপড় বেঁধে
করব মণ্ডপ গরব বেদি
ভোগ দেব মা ভক্তি রেঁধে।
আজকে যদি সংকল্প এ
নিষ্ঠা ভরে চুকিয়ে দিয়ে
জীবন বিলাই তোর পায়ে মা
আকাঙ্খা তোর মিটবে কি হে!
জানি মা তোর সবই আছে
আমার বাণী কি আর করে
তবু ভাঙা প্রতিজ্ঞা আমার
যেন মরছে যেন না আর ধরে।।
-----------------------------
(পদ/রামপ্রসাদী)
হাওড়া
২৯.০৯.২০১৭(গ)