জীবন মেশে দেওয়াল ঘেঁষা ভয়ের স্রোতে
তবুও সে চায় উন্নতিতাজ মাথায় নিতে।
সর্বনাশের আগেও সুখের সন্ধানী জিজ্ঞাসা
বোলায় তুলি কষ্ট জলের ছানিয়ে সে কুয়াশা।
বিপদ বড়ো, লাগবে কিনা এইটা ভেবে ভেবে
স্বভাব দিয়ে জলাঞ্জলি অভাব পিছু নেবে।
অন্য সময় আসবে শুধু রইবে বাণী
ছিনিয়ে যা নেয় সবার চোখের স্বপ্নদানি।
উঠতে হবে জাগতে হবে আর কতবার
দিব্যতাকেও মোহে ঢাকা- এই কি বিচার?
কি আর জানি, সবই মোহ সত্যবিহীন
শুধুই ভাবি আনুকূল্য কতই রঙিন।
কল্পনা স্বাদ ঘুচলে এটা মাথায় রেখো শুধু
অথৈ জীবন নিংড়ালে শ্রম ফেরায় রঙ্গমধু।।
----------------------------------------
হাওড়া
০৩.১০.২০১৭(গ)