রোজের কাজের তালিকাতেই বিশ্ব ভরাই
শেষে,
ঘুমকুমারী প্রেমিকাকেই আলতো জড়াই
ফালতু ঘুরতে গেলো কেন পৃথ্বী রানী
বাঁচতো তবু মানুষজনের গর্গড়ানি
এখানে নায়ক-নায়িকা সবাই টানছে জোরে
ছিঁচছে প্রাপ্য যোগ্যতমের লড়াই লড়ে
আমরা শুধু স্বপ্ন পাখায় ভেবেই চলি
হৃদয় ঢেউকে মুখের ভাষায় কি করে বলি
ইচ্ছে স্বাধীন সংযমের ই ইতিহাসে
বাধিনি আমি মনের যাত্রা আইন ফাঁসে
কবির মনে উঠলো জোয়ার সময় গেলো
অনিয়মে নিয়মকানুন তবুও পেলো
এতই মানা অনেক জানার মিথ্যে পাপে
বসেই আছি , সত্য আলোক কখন ঢাকে
জীবন ফুরায় বছর, গুঁড়ায় না সে জ্বালা
পারতাম যদি হতে তোমার পূজার ডালা।।
–-------------------------------------
হাওড়া
১৮.০৬.২০১৭।ই।