আমিও হেঁটেছি সমুদ্রের
নোনা নীল জলে পা ডুবিয়ে
অজানায়। কারো স্পর্শ
খুঁজে কাটিয়েছি লাখো
বিনিদ্র রাত।

আসেনি।

রাজপথে ফোঁটায় ফোঁটায়
পড়া আমার রক্ত ধুলায়
গড়াগড়ি খেয়ে
অট্টহাস্যে মিলিত হয়।

তবুও

উদাস-ক্লান্ত আমার দৃষ্টি
ছুটে চলে অবিরাম ল্যাম্পপোস্ট
থেকে মগডাল, বহুতল ভবন
লোকারণ্য দৈনিক বাজার,
ব্যাস্ত নগরীর শেষ সীমায়

আর

শ্যামল গ্রামের মনোহরা সাঁঝে।

অবিরাম কষ্টগুলো কুয়াশায় পরিণত
হতে থাকে।

আমি হাঁটি
যুগ-যুগান্তর,
শতাব্দী পেরিয়ে,

মহাকালের সীমানা অতিক্রান্ত হয়ে গেছে কবেই।


আমার থামার সুযোগ নেই।
তাকে খুঁজে পেতে।

তার হরিণটানা চোখে হারিয়েছিলাম
সত্ত্বা ব্রহ্মান্ড সৃষ্টির পূর্বেই। আমি
আজও তার টানেই ছুটি

ছায়াপথ নীহারিকা ইঞ্চি জায়গাও
বাদ রাখিনি। গোলকধাঁধাঁয়

যাতনা সয়ে তারই খোঁজে
আমি যাচ্ছি…
আমি যাচ্ছি…

কুলায় ফেরার তাড়া ভুলেছি
সেই কবেই। দড়ি কেটেছি
পিছুটানের।

এখন শুধু সে।

যার জন্য হারিয়েছি
কয়েকশোকোটি আলোকবর্ষ পরিমাণ
সময়।

শেষ নেই…

নেই…

তার মাঝেই হারিয়ে গেছি।