নক্ষত্রটার পানে চোখ রেখে
স্থবির হেঁটে যাই
কুয়াশাভেজা ঘাসফুলে চুমু খেয়ে
নিরন্তর অভিযাত্রায় সঙ্গী হয়
একাকীত্ব ।


ফেলে আসা পদচিহ্ন মুখ লুকায়
নরম বালুর বুকে ।
কালো হয়ে যাওয়া সবুজবীথি
তবু হাতছানি দেয়,
নিরুদ্দেশের পানে ।


প্রিয়কাল ছুটে চলে
পিছনের পানে ।


আমি ?


নির্বিকার ।


কোন এক ভবঘুরে ।


বারংবার হারাই
সেই নক্ষত্রটাকে ।


না দেখা প্রিয়মুখ আমার
নিকষ কালোতে হারিয়ে যায়
যাযাবর সময়ের হাত ধরে ।
কোন এক গল্পকারের খাতায় ।