থেমে আছি
শুষ্ক বৈদ্যুতিক কোষবিহীন ঘড়িটার মত যখন
টিকটিকিটা হাতড়ে বেড়ায় একটা পোকার সন্ধানে


চলন্ত সিঁড়িটা শিকড়ে অটকে গেছে।
বুড়ো বটের মুচকি হাসি
জ্বালা ধরাতে গিয়েও পারেনা
রক্তক্ষরা হৃদয়ে।


শিউলির সুঘ্রাণ বড়ই তেতো হয়ে গেছে আজ।
রেললাইনটা একাকী পথ চলেছে
অজানায়।


কদমের মালা গেঁথে
প্রিয়তমা বসে আছে হয়তোবা কোন এক
নিভৃত পল্লীর ছায়াঘেরা বাড়ির পেছন উঠানে


উদাস দৃষ্টিতে মেঠোপথে।


পিচঢালা পথে রোদের তাপের নাচ দেখতে দেখতে


আমি থমকে আছি। আর


ঘড়ির কাঁটাটা চির নিস্তব্ধ হয়ে জানাচ্ছে
বিদায়ের কাল