নীলোত্তমা,
আমার কবিতার পান্ডুলিপি হবে
কি একদিন? ছুঁয়ে দিয়ে যাব
প্রশান্তির বাতাস হয়ে।


টোল পড়া হাসিতে আজীবন
পড়ে থাকব তোমার। ছন্দ
হারাবে বারংবার প্রিয়তম নীলোত্তমা।


নীলোত্তমা,
গিটারের তার ছুঁয়ে
ঝংকৃত হবে কি
কোন কুয়াশামাখা বিকালে?


অবসন্ন বকের ঝাঁক
নীড়ে ফেরাকালে হৃদয় জুড়িবে
তোমার হাসির ধ্বনিতে।


পৃষ্ঠার ভাঁজে থাকা ফুল,
সতেজ থেকো
নীলোত্তমার ছোঁয়ায়.....