তারপর একদিন
একটুকরো তুলামেঘ এসে আহ্বান করে
বলেছিল "নীলিমায় উড়ে যাবে কি
যদি ধূম্রপাখা দিয়ে সাজিয়ে দেই?
দুঃসাহসে পাখা ছড়িয়ে সবুজের
নিম্নগামীতা অবলোকন করতে করতে
আপনহারার গান গেয়ে
বিমূর্ত প্রতিকৃতি সাজিয়ে কোন
জলাশয়ে ভেসে যাওয়ার প্রতীক্ষা?


তটস্থ চোখে দ্রুতলয় হৃদপিন্ড
আমার আধোঘুম অস্তিত্বের অপারগতা নিয়ে
ডানা ঝাপটে উড়ে গেছে
স্বপ্নের বুনোহাঁস।  তামাক
পোড়া গন্ধ পাগল তাই।


স্লিপারের ঠকঠক কাঁপন তবুও
আধোঘুমের সত্বাকে উপস্থিত করে যায়।