অতঃপর একদিন
ধূর্ত রাজপথের আকাল
আকাঙ্ক্ষায় ধুলো ছুঁয়ে যাব।


মৃত ডাস্টবিনে
হাতড়ে মরবে কোন
নাম না জানা দাঁড়কাক।


ল্যাম্পপোস্টে ঝুলে থাকবে
প্রাণের সমাবেশে উঁকি দেয়া
অর্ধ উলঙ্গ বালকের হাসিমুখ।


প্রিয়তমের চিঠি বুকে চেপে
কিশোরী প্রেমিকার নিষ্কলঙ্ক
হাসির মাঝে ভর করে আসে
মাঝগাঙ্গের ভূত।


আর
অতল নীহারিকায়
কোন লাশকাটাঘরে আমাদের জীবনের
অন্তিম ব্যবচ্ছেদ হয়
সভ্যতার হাতে।


সম্ভ্রম হারিয়েছে
মেঠোপথ।


এখন আর
রাখালিয়া সুরে পাগল হয়ে
গৃহছাড়া হয়না কোন
বালিকাবধূ।


সময় অনেকটাই অতিক্রান্ত হয়ে
হারিয়ে গেছে মহাকালের
সুদূর সীমানায়।
তাইনা?


সময়: বৃহস্পতি, ১১/০৬/২০১৫ - ০১:১৬পূর্বাহ্ন