হেমন্ত
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৩-১১-২০২২ ইং


সকালের  কুয়াশায় ভেজা
রঙিন সোনালী ভোর,
খালি পায়ে সবুজ ঘাসের
শিউলি ফুলে কিশোর।


প্রকৃতির মাঝে মৃদু হাওয়া
হেমন্তের আগমন,
রাস্তার পাশে শুয়ে থাকা
অনাথ শিশুর কাঁপন।


মন কেড়েছে সরিষা ফুল
পাগল করা তার ঘ্রাণ,
মৌমাছির দল মধু তুলে
জুড়িয়ে গেলো প্রাণ।


সকাল বেলায় দাদু বসে
মাঝে রোদের ঝিলিক,
গাছের ডালে কিচিরমিচির
শীষ দিয়ে যায় শালিক।


নিঃশব্দে পাতা ঝড়েছে
এই প্রকৃতির মাঝে,
গাছে গাছে কচি পাতা
নতুন রূপে সাজে।


মাঠের সোনালী ফসল  
কৃষকের মুখে হাসি,
মৌ মাছি মধু তুলেছে
রাণী কেমন খুশি।


হেমন্তের এই  দিনে নানান  
পিঠেপুলির  আয়োজন,
ছেলে মেয়ে বিলের ধারে
মাছ ধরার আলোড়ন।


নতুন পাখি আমার দেশে
উড়ে এসে ভিড়ে,
হেমন্তের পড়ন্ত বেলায়
বসে নদীর  কূলে।