আমার যেতে ইচ্ছে করে
ছোট্ট সোনার গ্রামে
এই গ্রামে আছে আমার
সুখ দুঃখের স্মৃতি ভরে।


মায়ার টানে যেতে ইচ্ছে
করে যেথায় আমার গ্রাম
এই গ্রামে আসলে আমি
শীতল হয় আমার প্রাণ।


এই গ্রামের মানুষগুলো
সবাই আবেগ পুত
এক জনের বিপদে মানুষ শত শত।


একবার ফসল ফলে
সারা বছর ধরে চলে
এই গ্রামে আছে সেথায়
প্রকৃতির যে অনেক রূপ।


বর্ষায় পানি থৈ থৈ করে,
ছয় মাস ধরে পানি থাকে
গ্রামের চারপাশে।
গ্রামের জেলেরা থাকে মহাসুখে।


সারা মাসে মাছ ধরে মনের আনন্দে
আঁকাবাঁকা পথটিতে বসে
ঢেউ এর কল কল গান শুনতে।
পাশে আছে বৃহৎ বিল
কুমড়ী তাহার নাম।
জন্মভূমি এই গ্রামের ঘুনিপাড়া নাম।