ঝড়ের দিনে
মোঃ বুলবুল হোসেন


খুকু ডাকে আম বাগানে
আয় না ছুটে আয়,
সবাই মিলে আম কুড়াবো
ঝড় উঠেছে বায়।


আমের মেলা আম বাগানে
আমার সাথে চল,
আমের দিনে নাচে দেখো
খোকা খুকুর দল।


কাঁচা আমের ভর্তা হবে
জিবে আসে জল,
কাঁচা মরিচ লবণ মেখে
ছুটে গাছের তল।


কালো মেঘের সোঁ সোঁ শব্দ
কালবৈশাখী ঝড়,
আম বাগানে ছুটে এলো
টুপি মাথায় বর।


ঝড়ের দিনে দাদুর বাড়ি
আম কুড়াতে সুখ,
চিনির মতো মিষ্টি আমে
রঙিন সবার মুখ।