ধৈর্য আর বাঁধে মানে না
হবে কত দীর্ঘায়িত,
কতো মানুষ চলে যাচ্ছে
হচ্ছে সব অকল্পিত।

রোগী হয়ে পড়ে থাকবে
হাসপাতালে সারি,
আর কতকাল বয়ে বেড়াবো
আমরা এই কাণ্ডারি।

সোনালী দিন আসবে কবে
সবার মাঝে ফিরে,
হৃদয় মাঝে আশার আলো
আসবে সুখ অচিরে।

সবাই মিলে চলে যাব
প্রতি দিনের কাজে,
মুক্ত ভাবে ঘুরবো আমরা
চিন্তা না করি বাজে।

সেই অপেক্ষায় আছি আমরা
হবে আবার শান্ত,
কতোকাল যে আশায় থাকবো
হবোনা তো ক্লান্ত।