কাক
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৯-০১-২৩ ইং

দক্ষিণ দিকে মেঘ জমেছে
ডাকছে দেখো কাক,
খোকা বলে ওড়ে পালা
কাকের দলের ঝাঁক।

কাকের দলে ওড়ে গিয়ে
করলো সে কী  কাজ,
খোকাবাবুর ঘরে গিয়ে
বাসা বাঁধে আজ।

খোকাবাবু ধরতে গেলে
এদিক সেদিক ছুট,
ভয় পাস না কাকের ছানা
বাঁধো ভালো জোট।

তোদের আমি তাড়িয়ে দেবো
লোকে বলবে কি,
তোরা তখন আমায় দেখে
করবি ছি ছি ছি ।

সবাই মিলে গল্প করে
চলে যায় বেলা,
মেঘের দলে চলে গেলে
হয় নতুন খেলা।