সারা দিন কাজ করে
বিকেল বেলাতে ক্লান্ত হয়ে।
সামান্য কিছু টাকা পেয়ে
ক্লান্ত টাকে যায় ভুলে।


পরিবারের কাছে ফিরে এসে
রুজিতে কোনরকম দিন চলে।
একবেলা খাইতে পারে
অন্য বেলায় পায়না খাইতে।


সুখে থাকার অভিনয় করে
গরিবের পরিবারে এভাবেই চলে।
সন্তানের খরচ মেটাতে না পেড়ে
দুই চোখ ভিজে অশ্রু জলে।


একদিন কাজ বন্ধ থাকলে
না খেয়ে দিন চলে।
কোন কারণে অসুস্থ হলেও
যেতে হবে নিজের কাজে।


সুস্থ থাকার অভিনয় করে
কাজের উদ্দেশ্যে মোড়লের বাড়িতে।
কাজ করতে কোন ভুল হলে
বাজে ভাষায় গালা গালি করে।


অসুস্থ কথা বললে পরে
কাজ থেকে বাহির করে দিবে।
পরিবারের কথা চিন্তা করে
সুস্থ থাকার অভিনয় করে।