মেঘ বালিকা
মোঃ বুলবুল হোসেন


মেঘ বালিকা যাচ্ছো কোথায়
আমায় কিছু বলো ,
একলা আমি বসে আছি
সঙ্গে নিয়ে চলো।

তোমার রূপের এতো বাহার
সাদা রঙ্গিন কালো,
তোমার সঙ্গে ভেসে চলতে
আমার লাগে ভালো।

আসবে কবে আমার বাড়ি
ভা‌সবে কবে ভেলা,
গান গেয়ে যায় ব্যাঙের দলে
করে নানান খেলা।

মন মাতানো গান শোনাবে
দেখতে  তুমি এসে,
মেঘবালিকা আসবে  কবে
আমার নৌকায় ভেসে।

আসবে বুঝি এবার তুমি
আকাশ গেছে  ছেয়ে,
সারাবেলা কেটে যাবে
তোমার নেচে গেয়ে।

রংতুলিতে মেঘ বালিকা
মনে  সাজাই যারে,
মেঘবালিকা আসবে তুমি
বলবো কি গো তারে।