মানব জীবন
মোঃ বুলবুল  হোসেন
তারিখঃ ২৬-১১-২০২০ ইং

ভিন্ন জাতের মানুষ আমরা
একই ভাষায় বলা,
মায়ের গর্ভে জন্ম সবার
একই ভাবে চলা।

কত রঙের মানুষ দেখি
সবার রক্ত যে লাল,
তবে কেনো ধ্বংসের খেলা
দরো যে এবার হাল।

মানুষের ক্ষতি করো তুমি
ধর্মে নাইরে বলা ,
সবাই মিলে হবে এবার
সঠিক রাস্তায় চলা।

সঠিক রাস্তায় চলতে গেলে
হয়তো  যাবে পরে,
শত্রুকে তুমি মিত্র  ভেবে
ভয়  পেয়ো না আঁধারে।

মানব জীবন ধন্য আমার
সুন্দর জগৎ  মাঝে ,
শান্তি ভাবে ধর্ম পালন
সবার মাঝে সাজে।