খাবো আমরা কালিজিরা মধু
করোনা মারা জাদু
পান করো গরম জলে লেবু
করোনা হবে কাবু।

কাঁচা রসুন তুমি খেলে
ভাইরাস যাবে চলে।
জানো কি সব ওষুধের দাদা
নামটি তার আদা।

সবাই জানি তুলসী পাতা
বিশ্বজুড়ে খ্যাতি।
লবঙ্গ  তেজপাতা হবেনা কথা
ফুসফুস হলে ব্যথা।

জেনে রাখ এলাচ দারচিনি
সকলে খাবো প্রতিদিন
যদি নাও বাষ্প পানির ভাপ
শুকনো কাশি মাপ।

করোনতে বেশি বেশি করো দান
শান্তি পাবে প্রাণ।