কত দিন কত যে রাত
দিয়ে এলাম পাড়ি
পারি নাই করতে কিছু
যেথায় আপন বাড়ি।

পুঁজি থাকলে পার পাব
যদি আমি মরি
সঙ্গে দেবে না কোন কিছু
থাকো যত অর্থ কড়ি।

চলার পথে মানিনি কাউকে
জীবন চলে হেসে খেলে
কত অন্যায় ক্ষমতার জোরে
জীবনের খাতা না মিলে।

জীবনের শেষ প্রান্তে এসে
কেন জানি উদাস মনে
কত সম্পদ গড়েছি ভবে
সম্পদ কি শান্তি আনে।

কত ঋণ মানুষের কাছে
আজ শুধু অশ্রু ঝরে
ঋণের বোঝা মাথায় নিয়ে
যেতে হবে আপন ঘরে।