পাকা ধান মাঠ জুড়ে
মনের সুখে লুটিয়ে পড়ে।
ভাগ্য বুঝি ফিরবে এবার
আনন্দে কৃষকের অশ্রু ঝরে।

কাস্তে হাতে নিয়ে কৃষক
ছুটে চলে মাঠের দিকে।
গরুর গাড়িতে ধান তুলে
ফিরে কৃষক বাড়ির দিকে।

রাখে ধান উঠানের মধ্যে
মাড়াই করে মেশিন দিয়ে।
তুলবে ধান গোলার মধ্যে
শুকনো করবে উঠান এর মধ্য দিয়ে।

নতুন চাউলে সুবাস ছড়ায়
সকল কৃষকের মনের মাঝে।
পিঠাপুলি করবে তৈরি
আনন্দে কৃষাণী রঙিন সাজে।

হেমন্ত এর নবান্ন উৎসব
হালকা শীতের মধ্য দিয়ে।
পিঠা পুলির মেলা বসে
নতুন ধানের চাউল দিয়ে।