অদ্ভূত জীবন
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৯-০৪-২২ ইং

মানুষের এক  অদ্ভূত জীবন
হয়ে থাকে বোকা,
সম্পত্তি অর্জন করতে গিয়ে  
স্বাস্থ্য হারায় খোকা।

স্বাস্থ্য ফিরে পেতে খোকা
দিবানিশি ঘরে,
নিজে গড়া সম্পদ টুকু
খোকা নষ্ট করে।

চলমান কে ধ্বংস করছে  
ভবিষ্যতের চিন্তায়,
চলমান কে স্নরণ করে
হবে কি আর  পান্তায়।

রঙিন জীবন ছেড়ে মানব
মরণ কে স্মরণ কর,
কখন মৃত্যু হবে তোমার
কখন হবে যে পর।

এই জীবনের ধ্বংসের খেলা
বন্ধ তুমি করো,
চির অমর নওতো মানব
সঠিক জীবন গড়ো।