রূপসী নদী
মোঃ বুলবুল আহমেদ
তারিখঃ ১৫-০৭-২০২২ ইং


রূপসী নদীর উপর দিয়ে করেছি ভ্রমণ,
এমন রূপের নদ নদী  কি আর মিলে অমন ?


প্রকৃতি সৌন্দর্যের  কি অপরূপ বাহার,
নদীর গর্ভে লুকিয়ে আছে অজস্র আহার!


কতো নৌকা নদীর বুকে মানুষ শত শত,
জেলেরা জাল ফেলে মাছ ধরে দিনরাত্র।


রূপসী নদী পেরিয়ে ষাট গম্বুজ মসজিদ,
পোড়া কৃত্রি রেখে গেছে জাদুঘরে চিত্রবিদ,


শত বছরের পুরানো মসজিদ রঙ্গিন রঙে রাঙ্গা,
পুকুর ঘাটে পদ্ম ফুলের সৌন্দর্য দেখি ডাঙ্গা।


দেখে যেন মন ভরে না ঘুরে বেড়াই দিনভর,
পূর্বের  আকাশে চেয়ে দেখি বেলা শেষ প্রান্তর!


একটু পরেই সন্ধ্যা নামে হয়ে গেলো সূর্যাস্ত,
সময়ের সাথে কোলাহল নিস্তব্ধতায় হলো শান্ত!