সত্যের পথে থাকতে গেলে
করতে হবে চেষ্টা,
মিথ্যা একদিন থাকবে না আর
দেখো তুমি শেষটা।

স্বপ্ন দেখে ঘুমের শেষে
অনুভূতি আর নেই,
সত্যি কথা বলবো কি আর
আগের মতনি  সেই।

টেবিল নিচে টাকা নিয়ে
সৎ পথে কি চলছে,
মুখে  মধু অন্তরে বিষ
সত্য কথা বলছে।

সত্য কথার ধার ধারি না
মিথ্যা না বলি আজ,
টাকার লোভে অন্ধ হয়ে
ভুলি আজ শুভ কাজ।

কলি যুগের মানুষ আমরা
সেবা না কেউ করে,
বিবেক দেখি পশুর মতন  
সেবা মানব তরে।

তেলের মাথায় তেলি  দিবে  
চুরের দল চলছে বেশ,
ধ্বংস হবে হায়নার দলে
স্বাধীন সোনার দেশ ।