শান্তির নীড়
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০ ৭-০৭-২০২১ ইং

কাঁচা ঘরে থাকি আমি
ইট-পাথরের নয়,
মিলেমিশে থাকি মোরা
সবার হাসি  রয়।

বেলা শেষে নীড়ে ফিরে
মনে লাগে সুখ,
যা পেয়েছি তাতেই খুশি
মনে নাইরে  দুখ।

কষ্ট করে ঘড়ে  ছিলাম
ছোট্ট একটি ঘর,
জন্মভূমি মাটির উপর
থাকবো জীবন ভর।

নুন আনিতে পান্তা ফুরায়
তবু বেঁচে রই,
সুখে-দুখে পাশে আমার
ভালোবাসার বই,

বাবা-দাদার ভিটা মাটি
গন্ধ খুঁজে পাই,
কোথাও গেলে শান্তি পাই না
তোমার বুকে  তাই।

তুমি আমার অতি আপন
আমার শান্তির নীড়,
নাতিপুতি নিয়ে আমি
পেয়ে গেছি তীর।