সমাজ জীবন করবো গঠন
থাকবো মিলে মিশে,
জ্ঞানের কথা বলব কাজে
সবার সাথে মিলে।


জ্ঞানের আলো বৃদ্ধি করতে
বইকে সবাই পড়ি,
হাতে হাত মিলিয়ে আমরা
সুস্থ সমাজ গড়ি।


ছোট্ট বড়ো মিলে আমরা
বলব  কিছু কথা,
ভালো কাজে প্রভু খুশি
ফলতো যথা তথা।


ভুলের পথে চললে তুমি
হবে সমাজ নষ্ঠ,
মন্দ কাজে বাঁধা দিবো
হয়না যতো কষ্ট।


জগৎ মাঝে ভালো কাজে
সমাজ জ্ঞানের আলো,
সমজ থেকে চলে যাবে
আছে যতো কালো।