ঠিক কতোটা ভাব দিলে রবিকে চেনা যায়
বা ঠিক কতোটা ডুব দিলে রবিকে বোঝা যায়?
প্রশস্ত মৃত্তিকাকে ভেদ করে ঠিক কতোটা উঁচুতে উঠলে
        রবির সান্নিধ্য পাওয়া যায়?
পাথরের সেই মূর্তি গুলির মতো আমি তো রবিতেও
              ঈশ্বর খুঁজে পাই।
না হয়, মানব মনের সেই অচিন কোণে জমে থাকা
      ক্ষুদ্র ক্ষুদ্র অভিপ্সার কথা
         রবি কিভাবে সন্ধান পায়?
ভাবে লিপিবদ্ধ সেই শব্দগুলি ছোটবেলা মোটেও
              লাগতো না ভালো। ৷
         বড় হতে হতে রবি কি করে
        মনের একাত্মে মিশে  গেলো।
          সুখে, দুঃখে, পতনে, উত্থানে
                যখনি হৃদয় কাঁপে
          সুশীতল,  স্নিগ্ধ ছায়ার মতো
          রবির কবিতা গুলি মনে পড়ে।
তোমাকে চিনতে চিনতে খানিকটা চেনা চেনা লাগে
               তবুও তুমি অচেনা।
যুগ যুগ ধরে নবোদিত, পরিপক্কের রবিই চেতনা
                  রবিই অনুপ্রেরণা।