ভাবছি যখন অগোছালো জীবন পরপারের তরে
মানব দেহের হৃদয়ের ভিতর ঘড়ির কাটা ঘুরে
দমে দমে দমের খেলা একে অপরের না হয় দেখা
ভাটির টানে উজান উঠে কর্ম করে মন
দিনে দিনে অশীতিপর আসবে রে যখন!

কুলের খোঁজে কিনারা র টানে উথাল করে মন
তুমি কেমন হে মদন সময় থাকতে করলে না সাধন
কৃত কর্মের সাক্ষী মদন মিথ্যা বলার সুযোগ নাই
রিপুর টানে দেহ মনে উজান ভাটির টানা পোড় নে !

কালের গর্ভে সময়ের টানে পিছন ফিরা র সময় কই
বিধাতার বুঝি এমন নিয়ম সময় থাকতে করলে না সাধন
দেহের ঘড়ি বন্ধ হলে মেরামতে র সুযোগ নাই
ভগবান বল সাধু বল অন্তর জ্বালায় জ্বলে মন
পর-পারের সময় হলে মানবে না কোন বারন।