মৃত লাশ গুলোকে গ্রাস করতে চাইছে চাঁদ
যারা পাহারার দায়িত্বে ছিল তারা আত্মগোপনে,
এখন অনেক রাত !
ঘাস গুলোকে গলা টিপে ধরেছে খোলা আকাশ।


যে রমণী আঁচল জড়িয়ে ঘুমোতে গিয়েছিল,
সেই আঁচল ছিঁড়ে ফেলেছে একদল শকুন ।
পৌর-কর্তৃপক্ষ কুকুর গুলোকে হত্যা করার পর
স্থান দখল করেছে একদল মনুষ্য-প্রজাতি
শিশু-কিশোরী বলাবলি করছে, পাগলা কুকুর গুলো
কার্তিকে ও কাউকে কামড়ে দিত না।


কিন্ত কি আশ্চর্য! একদল মনুষ্য-প্রজাতি নখর বসাছে
অন্য মানুষের গায়ে.............।
রক্তাক্ত বক্ষ দেখে কেঁপে উঠেছে আকাশ বাতাস
মৃত দেহের পাশে বসে মৃত দেহ কাঁদছে।


এই বন্য গাঁয়ে তরুন তরুনীরা ভুলে গেছে অনেক কিছুই
হুংকার দেয়ার শক্তি হারিয়ে বধির হয়েছে।  তবে,
হৃদয়ের ভিতর জল ছাপে র মধ্যে প্রকাশ করেছে প্রবীণ চিত্রকর।