যাকে মনে প্রাণে ভালবাসি
তাকেই বলতে পারিনি,
বহুদিন সাহস করে বলতে চেয়েছি
কিন্তু কাছে গিয়ে গুলিয়ে ফেলেছি
আমি জানিনা আমার ভালবাসা
সে বুঝে কিনা!


কদলী গাছের মত দেহ, পটল  
চেরা চোখ, বাঁশির মত নাক,
কমলা লেবুর কোয়ার মত ঠোঁট,
কাক কালো মাথার কোঁকড়ানো চুল!


প্রতি রাতে স্বপ্নের মাঝে অফসরা  
হয়ে আসে আমার হৃদয়ের মাঝে
কথোপকথন চোখে চোখ রেখে কথা বলা
আবেগের খুনসুটি সবই হয়।


হঠাৎ বিড়াল দৌড়ের শব্দে ঘুম ভাঙ্গে
নিমেষেই বিলীন হয়ে যায় অফসরা
চারিদিক ঘুট ঘুটে অন্ধকার, চোখে ঘোর
কাটেনি, খুজে ফিরি অফসরাকে?


আলো জ্বেলে নিজেকে আবিস্কার করি  
স্বপ্নের মাঝে ছিলাম।
আজও বলতে পারিনি ভালবাসি তোমায়।