কান এবং মন দুটোই
মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ।
মনকে বিকশিত করে সু-সংবাদ
আর সুরের গভীরতায়।
কান কে আরাম দেয় মনকে প্রফুল্ল করে
ভাল কিছু শোনার বা অনুভবের জন্য।
আমি একজন দিন-মজুর প্রতিদিন কর্ম করি
বিনিময়ে পয়সা পায়।
হিসাব কষে বাজার করি পেট ভরে খায়
আগামীকাল কি হবে আমি জানিনা
জানতেও চায় না।
আমার তো গায়ে গতরে খাটা ছাড়া
অন্য কোন যোগ্যতা নাই।
আমাদের মত লোকে দের সংখ্যা সমাজে বেশী
সমাজের উঁচু তলার লোকেরা মনে করে
দিনমজুরী সব সময় ফয়-ফরমাশ খাটবে,
নিজের ভোট নিজে দিতে পারে না, কিনে নেয়
উঁচু তলার লোকেরা।
আমরা তো দিন মজুর নিজের যোগ্যতা নাই
আমাদের হাতে পায়ে অদৃশ্য শিকল পরা
দেখে না সমাজের কেউ !