কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না
অদৃশ্য হাত যেন ছায়ার মত আঁষ্টে পৃষ্টে লেগে আছে
অন্যায় অত্যাচার সমাজ বিরোধী কাজ করছে যারা,
তারাই আবার সকল দিক থেকে সুবিধা নিচ্ছে !


প্রশাসনের সাহায্য চাইলে এমন কথা বলে যেন
এখুনি সব সমাধান করে দিবে !
তবে তাদের চাওয়া পাওয়া পুরন করতে হবে
জনগণের হাত-পা অন্যায়ের কাছে বাঁধা !


আইন চলে আইনের গতিতে, তবে যে চালায়
সে কি আইনকে তার গতিতে চলতে দেয় !
জনগণ আবেগ প্রবণ প্রশাসন যা বলে বিশ্বাস করে
ভিটামাটি বিক্রি করে তাদের খুশি করে !


দিন যায় রাত যায় সময় যায় চলে যায় কাজ ওখানেই
প্রশাসনের লোক বদল হয় জনগণ রাস্তায় ঘুরে
আইন তার নিজস্ব গতিতে চলে বিবাদী প্রকাশ্যে ঘুরে !
বাদী ধীরে ধীরে মানুষিক ভাবে দুর্বল হয়ে হাল ছেড়ে দেয়


অদৃশ্য হাতের ছত্র ছায়ায় বিবাদী রা মুক্ত হয়ে যায়।